নওগাঁর মান্দায় একাধিক মাদক মামলার আসামি ইসপিন্ডার কবিরাজকে (৩৮) হেরোইসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নওগাঁ-রাজশাহী মহাসড়কের দেলুয়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ইসপিন্ডার কবিরাজ উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের চকশ্রীকৃষ্ণ গ্রামের ময়েজ উদ্দিন কবিরাজের ছেলে।
মান্দা থানার পরিদর্শক (তদন্ত) তারেকুর রহমান সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক আতিউর রহমান ও সহকারি উপপরিদর্শক জিয়াউর রহমান দেলুয়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ইসপিন্ডার কবিরাজকে আটক করে। এ সময় তার নিকট থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, আটক ইসপিন্ডার কবিরাজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শুক্রবার নওগাঁ জেলা হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মান্দা থানায় মাদকের ৫টি মামলা রয়েছে।