নওগাঁর মান্দায় মহসিন হাজারী (২৭) নামে এক যুবক মারপিটের শিকার হয়ে থানায় অভিযোগ দায়ের করায় তার বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙ্চুর ও লুটপাট করেছে প্রতিপক্ষরা। জমি নিয়ে বিরোধের জের ধরে বৃহস্পতিবার দুপুরে উপজেলার পরানপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মহসীন হাজারী জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিবেশি আবদুল মালেক হাজারী গংদের সঙ্গে তার বিরোধ চলে আসছিল। এ বিষয়ে গত ১৩ সেপ্টেম্বর নওগাঁ সিনিয়র সহকারি জজ আদালতে তিনি প্রতিপক্ষদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। জের ধরে বুধবার সকালে প্রতিপক্ষরা সংঘবদ্ধ হয়ে তাকে হত্যার চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন।
তিনি অভিযোগ করে বলেন, এ ঘটনায় আমি প্রতিপক্ষের আবদুল মালেক হাজারী, হাবিল হাজারীসহ ৪ জনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ দায়ের করি। এতে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে বৃহস্পতিবার দুপুরে আমার বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙ্চুর ও লুটপাট করে। এ ঘটনার পর থেকে আমিসহ পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’
মান্দা থানার পরিদর্শক (তদন্ত) তারেকুর রহমান সরকার বলেন, এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।