নওগাঁর পোরশায় পোরশা টু ঢাকা বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় উপজেলা চত্বর নিতপুরে এর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, আওয়ামী লীগ সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ। উল্লেখ্য প্রতিদিন বিআরটিসি’র একটি বাস পোরশা থেকে সন্ধা সাড়ে ৭টায় ঢাকার উদ্যেশে এবং ঢাকা কল্যাণপুর থেকে পোরশার উদ্যেশে ছেড়ে আসবে প্রতিদিন সকাল ৯টায় বলে কতৃপক্ষ জানায়।