নীলফামারীর কিশোরগঞ্জে বৃষ্টিবিহীন বজ্রপাতে জিল্লুর রহমান নামে(৪০) এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে সদর ইউনিয়নের বাজেডুমরিয়া গ্রামে দুর্ঘটনাটি ঘটেছে। সে ওই গ্রামের পূর্ব মাঝাপাড়ার মৃত মকফর আলীর ছেলে। এলাকাবাসী জানায়, বাড়ির পার্শ্বের দোলায় কৃষক জিল্লুর তার ধানক্ষেতে নিড়ানি দিচ্ছিলেন। আকাশে হালকা মেঘ থাকলেও বৃষ্টি হচ্ছিলনা। আকস্মিক প্রচন্ড শব্দ হয়ে তার ওপর বজ্রপাত পড়ে। এ সময় ধোঁয়ার কুন্ডলী দেখে পার্শ্বের জমিতে থাকা অপর এক কৃষক চিৎকার দেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।