রাজবাড়ীতে মাদক মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিলুফার সুলতানা বুধবার দুপুরে এই রায় দেন। এ সময় দুই আসামীই আদালতে উপস্থিত ছিলেন।
দন্ডাপ্রাপ্ত ব্যক্তিরা হলো আজাদ শেখ (৩৬)। তিনি রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুমড়াকান্দি গ্রামের বাসিন্দা। অপরজনের নাম শহিদুল ইসলাম (৪৬)। তাঁর বাড়ি গোয়ালন্দ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া গ্রামে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ২০১৪ সালের ৯ আগস্ট রাত সাড়ে ১২টায় গোয়ালন্দ এক নম্বর ফেরীঘাট এলাকায় অভিযান চালায় ফরিদপুর র্যাবের একটি দল। অভিযানে আজাদ ও শহিদুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় আজাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ২০০ বোতল ফেনসিডিল ও শহিদুলের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে ফরিদপুর র্যাবের ২ নম্বর কোম্পানীর ডিএডি আকতার হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন।
রায়ের সত্যতা স্বীকার করেছেন সরকারি কৌঁসুলী (পিপি) উজির আলী শেখ। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসন সোচ্চার রয়েছে। আদালত মাদক ব্যবসায়ীদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আদালতের রায়ে আমি সন্তুষ্ট।