ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের কালুখালী গ্রামের বাদল দত্তর ছেলে মিঠুন দত্ত (৪০) কে মাদক সেবনের অপরাধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ তে এক হাজার টাকা জরিমানা ও ১৫দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ সহকারি কমিশনার (ভুমি) ভুপালী সরকার।
মাদকসেবি মিঠুন দত্ত কালুখালী কুল্লাপাড়া রোডের পাশে মাঠে মঙ্গলবার বিকালে মাদক সেবনের সময় তাকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল ও জরিমানা প্রদান করেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ সহকারি কমিশনার (ভুমি) ভুপালী সরকার। এসময় তার সঙ্গে কালীগঞ্জ থানার এসআই জাকারিয়া মাসুদ সঙ্গীও ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন। সে দীর্ঘদিন ধোরে মাদক সেবন করে আসছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার জানান, মাদক মুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষে এই অভিযান অব্যহত থাকবে। মাদক সেবন ও বিক্রেতাকে কোনো ভাবেই ছাড় দেওয়া হবেনা।