কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ নুর-ই আলম ছিদ্দিকীর বিদায় উপলক্ষে আলোচনা সভা বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে ও শিক্ষক বরুন কুমার বৈরাগীর পরিচালনায় বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায় অতিথি উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ নুর-ই আলম ছিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম মিজান মাহমুদ, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মুস্তাকিন বিল্লাল, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অভিজিৎ পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, ইউআরসি নাজমুল হুদা প্রমুখ। আলোচনা শেষে বিদায় অতিথিকে ক্রেস্ট দিয়ে সম্মননা প্রদান করা হয়। অনুষ্ঠানে কয়রা উপজেলায় কর্মরত সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।