বেসরকারী উন্নয়ন সংগঠন পরিত্রাণের উদ্যোগে ও দাতা সহযোগী সুইডিস ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট কো-অপারেশন এজেন্সি-সিডা এর অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহযোগীতায় ওয়াই-মুভস্ প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোহসিন আলী ও কয়রা সদর ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবির। এতে প্রকল্পের মুল বিষয়ে আলোচনা রাখেন পরিত্রাণের প্রোগাম কর্মকর্তা উজ্জ্বল কুমার দাস। পরিত্রানের প্রবীর সরকারের পরিচালনায় এতে আলোচনা রাখেন শিশু অধিকার সুরক্ষা কোয়ালিশন এর সভাপতি অধ্যাপক আবম আঃ মালেক,সাংবাদিক রিয়াছাদ আলী,প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, মুন্ডা জাঁতি সমাজকল্যাণ মহিলা সংগঠন পরিচালক সাধনা মুন্ডা, সিএসআর প্রকল্পের ফিল্ড কর্মকর্তা নিরাপদ মুন্ডা, সাকসেস ফান্ড এর পরিচালক কমলেশ মন্ডল, উপজেলা ভলান্টিয়ার মিলন মুন্ডা, পরিত্রাণ ওয়াই মুভস্ প্রকল্পের প্রজেক্ট কর্মকর্তা এস এম আলাউদ্দিন প্রমুখ। সভায় প্রজেক্টের মাধ্যমে প্রকল্পের মুল বিষয় উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।