মোল্লাহাটে শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় এবং জেন্ডারভিত্তিক সহিংসতা নিরসনে শিশু অধিকার ও মানবাধিকার নেটওয়ার্কভুক্ত এনজিও প্রতিনিধিদের সাথে কৌশলগত পরিকল্পনা ও যৌথ কার্যক্রম বিষয়ক দুইদিন ব্যাপি কর্মশালা শুরু হয়েছে। বেসরকারী প্রতিষ্ঠান ইনসিডিন বাংলাদেশ এর আয়োজনে বুধবার সকাল ১১টায় মোল্লাহাটের জয়িতা সমবায় সমিতির সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা এস,এম, মিজানুর রহমান।
ইনসিডিন বাংলাদেশ এর মোল্লাহাট প্রতিনিধি মোঃ ইকরাম হোসেন ও কর্মকর্তা সৈয়দ মারুফুল ইসলামের এর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্যদেন উন্নয়ন সংস্থা জেজেএস এর উপজেলা সমন্বয়কারী নব কুমার সাহা, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচি সংগঠন মোঃ ইদ্রিস আলী, যুব প্রতিনিধি মেঘলা ইসলাম ইভা, শিশু প্রতিনিধি তামজিদ মীর ও রিয়া মণি প্রমূখ।