মোল্লাহাটে বেসরকারী প্রতিষ্ঠান ব্র্যাকের পক্ষ থেকে যৌন নির্যাতনের শিকার এক মেয়ে শিশুর চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে নির্যাতনের শিকার শিশুর মা-এর কাছে পাচ হাজার টাকার এ অনুদান প্রদান করা হয়।
ব্র্যাক কর্তৃক দেয়া উক্ত অনুদান ভিকটিম শিশুর মায়ের নিকট হস্তান্তর করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি’র বাগেরহাট জেলা ব্যাবস্থাপক পলাশ হালদার ও মোল্লাহাটের সংগঠক মোঃ ইদ্রিস আলী।
উল্লেখ্য, সম্প্রতি উদয়পুর এলাকার ওই শিশু যৌন নির্যাতনের ঘটনায় আহত হয়ার কারনে তার চিকিৎসার জন্য এ অনুদান প্রদান করা হয়। ওই ঘটনায় মোল্লাহাট থানায় মামলা হয়েছে।