খুলনার পাইকগাছায় মধ্যম সোনাতনকাটি গ্রামের সাবেক ইউপি সদস্যসহ ৬ জনকে পুলিশে ধরিয়ে দিয়ে মজা লুটেছে জনৈক প্রতিবেশী প্রতিপক্ষ। যা নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এলাকার চাকুরিজীবিরা শুক্রবার বা কোনো কোনো ছুটির দিনে বাড়ীতে আসলে স্থানীয় সাজেদার চায়ের দোকানের সামনে বসে মাঝে মাঝে সময় কাটাতে শখ করে কলব্রীজ (তাস) খেলে। সন্ধ্যা ৭টার পর থেকে ১/২ ঘন্টা খেলে দোকানের চা, বিস্কুট ও ছোলা ভাজা খেয়ে সবাই বাড়ী যায়। কিন্তু ঘটনার দিন জনৈক ব্যক্তি অসৎ উদ্দ্যেশ্য, হীন স্বার্থে ও অন্যদের মান সম্মান নষ্ট করার উদ্দ্যেশ্য জুয়ার কথা বলে ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় ৬জন ভদ্র লোককে পুলিশে ধরে দিয়েছে কুচক্রী ব্যক্তি। যাদেরকে পুলিশ ধরে নিয়ে যায় তারা হলেন জনপ্রতিনিধি হরিঢালী ইউপি'র সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকবার আলী(৬৭), ব্যাবসায়ী মীরবাবু(৪৯), চাকুরীজীবী শেখ ইকরাম পারভেজ(৩৪), মীর শরীফ(৪৫), পেশাজীবি শেখ সোহেল(৩২) ও শেখ ইকরাম হোসেন(৫৫)। এঘটনার পর থেকে এলাকায় সন্ধ্যার পরে আড্ডটা আর নেই। সাজেদার চা, ভাজি ছোলা বিক্রি কমে গেছে। বিষয়টি তদন্ত পূর্বক সুবিচার কামনা করেছে এলাকার সুধী সমাজ ও সচেতন মহল।