মোল্লাহাটে মসজিদের টাকা আত্মসাতের বিষয়ে কথা বলায় মুসল্লির উপর বর্বরোচিত হামলা, ছিনতাই ও বাড়িতে ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে ওই মসজিদ কমিটির সম্পাদকের নেতৃত্বে ১৫/২০ জনের বিরুদ্ধে। উপজেলার বুড়ি গাংনী ফকির বাড়ি জামে মসজিদের টাকা আত্মসাত বিষয়ে কথা বলায় শনিবার দুপুরে ওই এলাকায় ন্যাক্কার জনক এ ঘটনা ঘটে। গুরুতর আহত মসল্লির নাম জাহিদ আলী ফকির (৩৮), তিনি ওই এলাকার মোঃ আবদুল আলী ফকিরের ছেলে।
ভিকটিম পরিবার সুত্র জানায়-ওই গ্রামের মৃত রুহুল আমিন ফকিরের ছেলে লিটান ফকির শৃঙ্খলা বিরোধী কার্যক্রমের মাধ্যমে গোটা সমাজকে অশান্ত করে রাখে। যখন-তখন যার-তার উপর হামলা ও হুমকী-ধামকিসহ নানান ধরনের অপকর্ম তার কাছে সাভাবিক বিষয়। ঘটনার দিন জোহর নামাজ শেষে মুসল্লিদের কাছে টাকা চান লিটান। তখন মুসল্লি জাহিদ আলী ফকির বলেন, আমরা টাকা দেই, মসজিদের সকল উন্নয়নে অগ্রণি ভূমিকা রাখি। কিন্তু টাকার সঠিক ব্যবহার/হিসাব হওয়া দরকার। তখন মসজিদ কমিটির সম্পাদক লিটান উত্তেজিত হলে কোন টু-শব্দ না করে চুপ করে বাড়িতে যান জাহিদ। এর কিছুক্ষণ পর প্রতি দিনের ন্যায় হাটে কাঁচা মালের দোকান নিয়ে যাচ্ছিলেন জাহিদ। পথিমধ্যে ওই মসজিদের কাছে পৌছলে লিটানসহ ১৫/২০ জনে জাহিদকে ঘিরে মারপিট করাসহ তার কাছে থাকা নগদ টাকা কেড়ে নেয়। তখন তিনি দৌড়ে মসজিদের মধ্যে উঠেন এবং আশ-পাশের কয়েক ব্যক্তি তাকে রক্ষায় বাহিরে তালা বন্ধ করে দেন। লিটান ও তার সাঙ্গ-পাঙ্গরা মসজিদের তালা ভেঙ্গে তাকে আবার মারপিট করেন। উপস্থিত লোকেরা আবার ওই মুসল্লিকে উদ্ধার করে মসজিদ সংলগ্ন এক দালান ঘরে তোলেন। বেপরোয়া হামলাকারীরা ওই ঘরে গিয়ে আবারো তাকে এ্যলোপাথাড়ী মারপিট করে। আবারও স্থানীয়রা ওই মসল্লিকে অনেক কষ্টে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। অপরদিকে হামলাকারীরা ওই মসল্লির বাড়িতে গিয়ে হামলা-ভাংচুর করে। একইসাথে মুসল্লির মা শিরিনা বেগম (৬০) এর গলার সোনার চেইন কেড়ে নেয়। ভিকটিম পরিবার ওই ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন। এখন মুমূর্ষ রোগী নিয়ে তারা ব্যস্থ আছেন এবং একটু সুস্থ্য হলেই থানায় মামলা করবেন বলেও জানান তারা।
মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র জানায়- উন্নত চিকিৎসার প্রয়োজনে আহত জাহিদ আলীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।