কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের চিওড়া গ্রামের প্রকৌশলী মৃত আবদুল খালেক ভূঁইয়ার বিধবা স্ত্রী খালেদা আক্তার ও ২ প্রতিবন্ধি ছেলে-মেয়ে’সহ সন্তানদের ৪২ শতক সম্পত্তি প্রতিপক্ষ জবর দখল চেষ্টার অভিযোগ উঠেছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার চিওড়া গ্রামের আবদুল খালেক একই গ্রামের মৌলভী মোখলেছুর রহমানের নিকট থেকে ১৯৮৪ সালে ৪২ শতক সম্পত্তি ক্রয় করেন। এই জমি মোখলেছুর রহমান ১৯৮২ সালে বদরপুর গ্রামের তনু মিয়ার নিকট থেকে ক্রয় করে মালিক হন। তনু মিয়া তার পৈত্রিক ওয়ারিশ সূত্রে মালিক দখলকার থেকে বিক্রয় করেন। ক্রেতা আবদুল খালেক ভূঁইয়া ১৯৮৭-৮৮ সালে ১২৩৯ নং জমা খারিজ মোকদ্দমা করিয়া নিজ নামে সম্পাদন করেন, যার খতিয়ান নং ২৮৩। পরে তার নামে ৭১ নং বিএস খতিয়ানেও সাবেক ৫৩৮ ও হালে ১০৬৭ নং দাগটি কারো কোন রকম আপত্তি ছাড়া খতিয়ান সৃজিত হয়। পরে ২০০৩ সালে আবদুল খালেক ভূঁইয়া পরলোক গমন করলে তার স্ত্রী ও সন্তানরা ওই সম্পত্তিটিতে মালিক ও দখলদার বিদ্যমান। কিন্তু গত কয়েক বছর যাবৎ বদরপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী তফুরা খাতুন, ননু মিয়ার ছেলে ছেরাজ মিয়া, আবু বকর বকু, আবুল কালাম আজাদ, ছেরাজ মিয়ার ছেলে তুহিন, জুয়েল সম্পত্তিটি তাদের পৈতিক সম্পত্তি দাবী করে ওই জমি জবর দখলের চেষ্টা করে আসছে। এ ব্যাপারে প্রকৌশলী মৃত আবদুল খালেক ভূঁইয়ার স্ত্রী খালেদা আক্তার বাদী হয়ে আদালতে মামলা দায়ের করে।
মামলার বাদী খালেদা আক্তার বলেন, আমার স্বামী ১৯৮৪ সালে সম্পত্তিটি ক্রয় করার পর থেকে আমাদের নামে খারিজ, বিএস খতিয়ান হয়ে আমরা মালিক ও দখলদার থাকার পর তারা আমার স্বামীর অবর্তমানে সম্পত্তিটি নিজেদের দাবী করে দখল করার পায়তারা করছে। আমি এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।