খুলনার পাইকগাছায় সরকারী সম্পত্তি প্রশাসনের হস্তক্ষেপে অবৈধ্য দখল উচ্ছেদ করেছে। ঘটনাটি উপজেলার আলম তলা গ্রামে সোমবার সকালে। স্থানীয়দের তথ্য মতে জানা যায়, সোমবার সকালে আলমতলা গ্রামের মৃত নুর আলী মিস্ত্রির পুত্র হান্নান মিস্ত্রি, মৃত শহর আলী মিস্ত্রির পুত্র আয়ুব মিস্ত্রি, আতিয়ার মিস্ত্রি, মৃত জবেদ মিস্ত্রির পুত্র ডালিম মিস্ত্রি, শহীদ মিস্ত্রি, শফি মিস্ত্রিরা সোমবার সকালে লোকজন নিয়ে আলমতলা মোড়ে সরকারী রাস্তার অধিগ্রহণকৃত সম্পত্তিতে অবৈধ্য ভাবে ৮ টি ঘর তৈরীর কাজ শুরু করে। অল্প সময়ের মধ্যে দুর্বত্তরা বাঁশ পুতে ঘরের আংশিক কাজ করে ফেলে। সংবাদ পেয়ে প্রথমে থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে তাদের কাজ বন্দ করে দেয়। পরে উপজেলা সহকারী কমিশনার ভুমি এর নির্দেশক্রমে লস্কর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ এনামুল হক ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবৈধ্য দখল করা স্থাপনা উচ্ছেদ করেন। এ সময় লস্কর ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন উপস্থিত ছিলেন। এলাকাবাসী জানান, আবারও রাতের আঁধারে ওই সরকারী সম্পত্তি জবর দখলের সম্ভাবনা রয়েছে। সহকারী কমিশনার ভুমি মোঃ আরাফাতুল আলম জানান, আলমতলায় অবৈধ্য স্থাপনা তৈরীর সংবাদ পেয়ে উচ্ছেদের ব্যবস্থা করা হয়েছে।