সংগীত শিক্ষা গুরু শ্রী করুনাময়ী অধিকারীর ৮৮তম জন্মদিন উপলক্ষে ফুলদিয়ে শুভেচ্ছা জানিয়েছেন খেলাঘর ফরিদপুর জেলা শাখার নেতৃবৃন্দ। সকালে তার বাস ভবনেগিয়ে খেলাঘর ফরিদপুর জেলা শাখার সভাপতি আলতাফ মাহমুদ শুভেচ্ছা জানান। এ সময় তার সাথে ছিলেন, খেলাঘর জেলা শাখার সহসভাপতি আলেয়া হক, সাধারণ সম্পাদক আক্তারী জাহান ববী, দপ্তর সম্পাদক খোকন বিশ্বাস, সমাজ কল্যাণ সম্পাদক মো. বেলায়েত হোসেন।
উল্লেখ্য, শ্রী করুনা ময়ী অধিকারীর ১৯৩২সালের ১৪ সেপ্টম্বর রংপুর জেলার ডুমারে মামা বাড়িতে জন্ম গ্রহণ করেন।