ডুমুরিয়ার জিলের ডাঙ্গা গ্রামে জমি জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষ কর্তৃক গাছ কাঁটা,ঘেরা বেড়া উঠিয়ে দেয়াসহ জীবন হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভূক্তভোগী জমির মালিক মেঘনাথ বিশ্বাস প্রতিপক্ষ বিমলেন্দু বিশ্বাসসহ তার সহযোগীদের বিরুদ্ধে শুক্রবার রাতে ডুমুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। সাধারণ ডায়েরী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার জিলের ডাঙ্গা গ্রামের মেঘনাথ বিশ্বাস পৈত্রিক সূত্রে জেলের ডাঙ্গা মৌজার এস,এ ৬৩,আর এস ৬৫ নং খতিয়ানের এস,এ দাগ নং ১২৭, ১২৭/১৬০ আর,এস দাগ নং ১৯৭ জমির পরিমান ১.৮৯ একরের মধ্যে হতে ০.২১ একর জমি শরীকদের সাথে বন্টনের মাধ্যমে ভোগ দখলে আছেন। কিন্তু ওই জমিতে তার সহদর বিমলেন্দু বিশ্বাস(৪৫),পুরঞ্জন বিশ্বাস(৪০) ও চিত্ত রঞ্জন বিশ্বাস (৩৫) দির্ঘ দিন ধরে জবর দখলের চেষ্টা চালিয়ে আসছিলো। এক পর্যায়ে শুক্রবার সকাল আনুমানিক ১১ টার দিকে বিবাদী অমলেন্দু বিশ্বাস ও তার সহযোগীরা জমির সীমানায় এসে ঘেরা ভেড়া উঠিয়ে ফেলে বিভিন্ন প্রজাতির ছোট বড় গাছ কেটে ক্ষতি সাধন করতে থাকলে খবর পেয়ে বাদী মেঘনাথ বিশ্বাস গাছপালা কাটার কারন জানতে চাইলে বিবাদীরা তার উপর ক্ষিপ্ত হয়ে মারপিট করতে উদ্ধত হয় এবং মেঘনাথ বিশ্বাসসহ তার পরিবারের সদস্যদের জীবন নাশের হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় অমলেন্দু বিশ্বাস বাদী হয়ে বিমলেন্দু বিশ্বাসসহ তিন সহোদরের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। এ বিষয়ে ডিউটিরত পুলিশ কর্মকর্তা এস,আই এমদাদুল হক জানান, এন্ট্রিকৃত জিডি পরবর্তী ব্যবস্হা গ্রহনের জন্যে আদালতে প্রেরণ করা হবে। আদালতের নির্দেশনা পেলে পরবর্তি পদক্ষেপ নেয়া হবে।