কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়া নামক স্থানে সড়ক র্দূঘটনায় মুনা(৪২) নামের এক কৃষকের মুত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার বিকাল ৫টায়। সরোজমিন গিয়ে জানাযায়, ওই কৃষক বাড়ী থেকে বের হয়ে বিত্তিপাড়া বাজারের পূর্ব পার্শ্বে একটি চায়ের দোকানে চা খেয়ে পশ্চিম পার্শ্বে পাড়া-পাড়ের সময় একটি ট্রাক তার মাথার উপর চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি কুষ্টিয়ার ইবি থানা বিত্তিপাড়া গ্রামের বাবর আলীর ছেলে। জনতা ঝিনাইদহ ট-১১-০৮৯৪ ট্রাকটি আটক করেছে। তবে ট্রাকের চালক পলাতক রয়েছে। কুষ্টিয়া হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরন করেছে।