খুলনার পাইকগাছায় মাছ বোঝাই পিকআপ ও মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেল চালক জয়নাল গাজী (২৮) ও আরোহী রাসেল (২৭) গুরুতর ভাবে আহত হয়েছেন। রোববার দুপুরে শিববাড়ী ব্রিজের অপর প্রান্তে তেলের ডিপে মোড়ে এ দুর্ঘনাটি ঘটেছে। পিকআপ চালক জুয়েল শেখকে আটক করে। পুলিশ আহত দু যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। গুরুতর আহত ভাড়ায় চালিত মটর সাইকেল চালক জয়নালের ডান পা খন্ড হয়ে ভেঙ্গে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠিয়েছে তার পরিবার। সে ইপজেলার চাঁদখালী ইউপির হাড়িয়ার ডাঙ্গা গ্রামের জবেদ গাজীর ছেলে ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত রাসেল কাঁটাবুনিয়া গ্রামের সাহেব আলী ছেলে। থানাপুলিশ জানিয়েছে, কয়রা উপজেলা থেকে মাছ বোঝাই পিকআপ ও পাইকগাছা সদর থেকে ভাড়ায় চালিত মটর সাইকেল চালক জয়নাল গজালিয়ার উদেশ্যে রওনা দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তেলের ডিপো মোড়ে দ্রুত গতি সম্পন্ন পিকআপ ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে হয়। এ ঘটনায় ওসি মোঃ এজাজ শফী জানান, পিকআপ জব্দ ও তার চালককে আটক করা হয়েছে।