খুলনার পাইকগাছা পৌরসভায় স্ট্যাম্পে স্বাক্ষর না করায় এক দিনমজুরকে কুড়াল দিয়ে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করা হয়েছে। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে পৌরসভার ৬নং ওয়ার্ড বাতিখালীর পূর্ব ওয়াপদায়। এ ঘটনায় থানায় এজাহার দাখিল হয়েছে। জানা যায়, পৌরসভার ৬নং ওয়ার্ডমৃত কফিল উদ্দীন সরদারের ছেলে মনিরুল ইসলাম ইটের ভাটায় যাওয়ার জন্য স্থানীয় আবু তালেবের কাছ থেকে ৫০ হাজার টাকার চুক্তিতে ১০ হাজার টাকা দাদন নেয়। বাকী ৪০ হাজার টাকা না দিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর করতে চাপ দিলে সে অস্বীকার করায় তাকে মারপিট করে। এক পর্যায়ে কুড়াল দিয়ে মনিরুল সরদারের বাম পায়ে কোপ মারে। যাতে সে মারাত্মক রক্তাক্ত জখম হয়। এ সময় স্থানীয় খোরশেদ আলম, জালাল উদ্দীন সুজন, মেছের আলীরা তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহত মনিরুলের স্ত্রী সাথী বেগম বাদী হয়ে পাইকগাছা থানায় মোঃ আবু তালেব মোড়লকে ১নং আসামী করে ৭জনের নামে এজাহার দাখিল করেছে। ওসি এজাজ শফী জানান, এজাহার পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।