কুষ্টিয়া দৌলতপুর সীমান্তের চিলমারীর মরার পাড়া এলাকা দিয়ে অবৈধ্যভাবে অনুপ্রবেশ কালে ভারতীয় নাগরিক আফফান আলী (২৫) কে চিলমারী বিওপির বিজিবি সদস্যরা আটক করেছে। শুক্রবার বিকেলে আটক করেছে। শুক্রবার বিকেলে আটক আফফান আলীকে দৌলতপুর থানায় সোপর্দক বিজিবি। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। জানাগেছে ভারতের পশ্চিম বঙ্গের মর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার সরকার পাড়া গ্রামের ইসমাইল হোসেনের পুত্র আফফান আলী ১৫৭/২ এস পিলার সংলগ্ন দৌলতপুর সীমান্তের মরার পাড়া গ্রাম দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ কালে বিজিবির টহল দল তাকে আটক করে।