স্বীয় স্বার্থ চরিতার্থে ব্যর্থ হয়ে খুলনার পাইকগাছায় কপিলমুনি ইউএলও মোঃ জাকির হোসেনকে জড়িয়ে ইঙ্গিতকৃত গৃহবধূর সাথে অনৈতিক সম্পর্কে কল্পকাহানি তৈরী করা হয়েছে। এনিয়ে ইঙ্গিতকৃত গৃহবধূ চরম লোক লজ্জা ও অপমানে আতœহত্যার হুমকি দিয়েছেন।
বিভিন্ন অনলাইনে প্রকাশিত খবরের উদ্বৃতি দিয়ে জানানো হয়, উপজেলার কপিলমুনি ইউনিয়ন ভূমি কর্মকর্তা (ইউএলও) মোঃ জাকির হোসেনের সাথে পার্শ্ববর্তী তালা উপজেলার জনৈকা গৃহবধূর সাথে অনৈতিক সম্পর্ক চলে আসছিল। যার সূত্র ধরে জাকির হোসেন বেশ কিছু দিন যাবৎ নাকি ঐ গৃহবধূর বাড়িতে যাওয়া-আসা করেন। ঘটনায় গ্রামবাসীরা কয়েকবার ধরার চেষ্টা করেও ব্যর্থ হয়। সর্বশেষ বুধবার দিবাগত রাত দেড়টার সময় তিনি ফের ঐ গৃহবধূর ঘরে প্রবেশ করলে খবর পেয়ে গ্রামবাসী তাকে ধরতে যায়। তবে গ্রামবাসীর উপস্থিতি আঁচ করতে পেরে সুচতুর জাকির নিজের মোটর সাইকেল চালিয়ে রথখোলা অভিমুখে পালিয়ে গ্রামবাসীর হাত থেকে রক্ষা পায় বলে অভিযোগ করা হয়। এ প্রসঙ্গে ভূমি কর্মকর্তা জাকির হোসেন জানান, স্থানীয় কতিপয় ব্যক্তিদের চাহিদা অনুযায়ী অবৈধ কাজ করে না দেওয়ায় একটি চক্র সংঘবদ্ধভাবে তার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। ঘটনার রাতে তিনি কোথাও জাননি। এমনকি, ঐরাতে তিনি তার উর্দ্ধতন কতৃপক্ষের সাথে জরুরী কাজে উপজেলা সদরে অবস্থান শেষে নিজ অফিসে ছিলেন। খবরে উল্লেখ থাকে যে, ঘটনার রাতে খবর পেয়ে পাইকগাছার কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনা স্থলে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু ঘটনাস্থল তালা উপজেলাধীন হওয়ায় কপোতাক্ষ নদের সাকো পেরিয়ে তিনি সেখানে যাননি বলে খবরে প্রকাশ। স্থানীয়দের প্রশ্ন ঘটনাস্থল সাতক্ষীরা জেলার তালা উপজেলাধীন তাই, বিষয়টি তালা থানা পুলিশকে না জনিয়ে কেনো খুলনার কপিলমুনি পুলিশ ফাঁড়িকে অবগত করা হয়? কয়েকবার জাকির হোসেনকে ধরার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পরও সর্বশেষ ঘটনায় কেনো তাদের ঘটনাস্থলে আটকে পুলিশে সোর্পদ করা হলনা? এরকম নানা প্রশ্ন স্থানয়ীদের মনে বার বার ঘুরপাক খাচ্ছে। এদিকে সাতক্ষীরার তালা উপজেলার পল্লীর জনৈকা গৃহবধূর সাথে ইউএলও জাকির হোসেনের অনৈতিক সম্পর্কের মিথ্যা খবর নিয়ে অপ্রচার হওয়ায় লোক-লজ্জা ও চরম অপমানে ঘরের বাইরে বের হতে পারছেন না ইঙ্গিতকৃত গৃহবধূ। অপপ্রচারের জের ধরে তিনি আতœহত্যার চেষ্টা চালান বলেও জানানো হয়েছে। খবরে স্বামীর দৈন্যতা ও সরলতার সুযোগে জাকির হোসেন দীর্ঘদিন ঐ গৃহবধূর সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন বলে দাবির বিষয়টিতে গৃহবধূকে শুধু চরিত্রহীন প্রমানের অপচেষ্টাই করা হয়নি, বরং তা চরম মানবাধিকার লংঘনের শামিল বলেও দাবি করা হয়। এ প্রসঙ্গে গৃহবধূ ও তার পরিবার বিষয়টি সুষ্ঠু তদন্তপূর্বক ঘটনায় জড়িতদের চিহ্নিত ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।