চন্দনাইশ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও দেশীয় চোলাই মদসহ দুই জনকে আটক করেছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার গাছবাড়িয়া পেট্রোল পাম্পের সামনে থেকে ৩শত পিস ইয়াবাসহ কায়সার (২৪)নামে এ যুবককে আটক করে। সে টেকনাফ এলাকার কাঞ্চরপাড়া গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে। অপরদিকে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের মোজাফ্ফরাবাদ এলাকায় বিক্রি করার জন্য রাখা ২০ লি; দেশীয় চোলাই মদসহ দত্ত বাড়ির রতন বিশ্বাসের ছেলে রাজু বিশ্বাস (৩২)কে আটক করে পরে মাদক আইন মামলায় কোট হাজতে পাঠানো হয়। থানার কর্মকর্তা ইনচার্জ ওসি নাসির উদ্দিন সরকার সত্যতা নিশ্চিত করেন।