ঝিনাইদহ কালীগঞ্জে মাদক সেবনের অপরাধে এক মাদকসেবিকে জরিমানা ও কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) ভুপালী সরকার। বৃহস্পতিবার বিকালে কালীগঞ্জ পৌরসভার কাশিপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে সজীব হোসেন (২২) কে মাদক সেবনের অপরাধে ২শ টাকা জরিমানা ও ৬মাসের কারাদণ্ড প্রদান করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) ভুপালী সরকার।
এসময় তার সঙ্গে সঙ্গিও ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার এসআই ইব্রাহীম হোসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার জানান, মাদক সেবনের অপরাধে সজীব নামের এক মাদক সেবনকারিকে জেল ও জরিমানা দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলবে।