খুলনার পাইকগাছায় দীঘা দক্ষিণ কাইনমুখী সার্বজনীন দূর্গা মন্দিরের সেচ্ছাশ্রমের মাধ্যমে বৃহস্পতিবার যুব সমাজ কর্তৃক মাঠ ভরাট করছে। উপজেলার দক্ষিণ কাইনমুখী সার্বজনীন দূর্গা মন্দিরের মাঠ ভরাটের কাজ সেচ্ছাশ্রমের মাধ্যমে উদ্বোধন করেন সোলাদানা ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হকের সার্বিক তত্বাবধায়নে ৬নং ওয়ার্ডের যুব সমাজ। এ সময় উপস্থিত ছিলেন নুরুল, প্রনব, কল্লোল, প্রদীপ, উদয়, প্রিতিশ, রোকন, রকি, বিল্লাল সহ এলাকার শত শত মানুষ।