খুলনার পাইকগাছা পৌরসভায় পানি সরবরাহেরর খালে বালি ভরাট করে টিনের ঘেরা-বেড়া দিয় ভোগান্তি সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে শরিফা খাতুন নামে আইনজীবীর বিরুদ্ধে। এ নিয়ে প্রতিবেশী দুই আইনজীবী থানায় ৮টি জিডি করেছে। এ ঘটনায় সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম ও ওসি তদন্ত মো: আশরাফুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পৌর সভার ৪ ওয়ার্ড বাসিন্দা এ্যাড. শিবুপ্রসাদ সরদার, স্থানীয় বাসিন্দা এসএম মোস্তফা জামাল মন্টু, মোশারেফ গাজী, বাদশা সানা তাদের প্রতিপক্ষ স্থানীয় বাসিন্দা এ্যাড. শরিফা খাতুনের বিরুদ্ধে থানায় দায়ের করা জিডিতে বাড়ির সামনে পানি সরবরাহের সরকারী খালে বালি ভরাট করে টিনের বেড়া দিয়ে জনভোগান্তিক সৃষ্টি করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ প্রতিকার জানালে ইতোমধ্যে এসিল্যান্ড ও ওসি তদন্ত ঘটনাস্থলে এসে বিষয়টির সমাধানের আশ্বাস দিয়েছেন। এ ঘটনায় হুমকি ও খুন জখমের আশঙ্কায় ভূক্তভোগিরা এ্যাড. শরিফা খাতুনের বিরুদ্ধে ৪ টি জিডি করেছেন। অন্যদিকে এ্যাড. শরিফা খাতুনও অনুরূপ ভাবে প্রতিপক্ষ এ্যাড. শিবুপ্রসাদ সরদার দম্পত্তি ও মোশারেফ গাজী সহ অন্যান্যের নামে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে ৪টি জিডি করেছেন। ইতোপূর্বে স্থানীয় কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান খালে বালি ভরাটের ঘটনায় সংশ্লিষ্ঠদের হস্তক্ষেপ কামনা করেছেন বলে জানাগেছে। এ নিয়ে দুপক্ষের পাল্টা-পাল্টি জিডির ঘটনায় পুলিশ রয়েছে বিপাকে। দুপক্ষের জিডির তদন্তের কথা বলে সর্বশেষ ওসি তদন্ত মোঃ আশরাফুল আলম জানান, জমি সংক্রান্ত বিষয়টি এখন সহকারী কমিশনার (ভূমি)'র সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।