ঝিনাইদহের হরিণাকুন্ডুপৌরসভার ব্র্যাক মোড়ের পার্শ এলাক থেকে রাতুল(২০) নামের এক যুবককে ১০০ গ্রাম গাজা সহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই হুমায়ন কবির ও এসআই জগদীশ চন্দ্র বসু ঐ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। রাতুল পৌরসভার ৬নং ওয়ার্ডের কাশেম আলীর পুত্র।তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।