ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ব্লাক বেঙ্গল জাতের উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ব্লাক বেঙ্গল জাতের ছাগল প্রদর্শনী উদ্বোধন, র্যালী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রানী সম্পদ দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রানী সম্পদ কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার মোশারফ হোসেন প্রদান অতিথি ছিলেন, সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু ,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ মামুন খান প্রমুখ।
মেলায় শ্রেষ্ঠ খামারী নির্বাচিত হয়েছেন মনিরুউদ্দিন শিকদার গ্রামবরিয়া ও আমজাদ হোসেন গ্রাম :হাবিবপুর। বিজয়ী ২ জনই ২৪ ইঞ্চি রঙিন টেলিভিশন পুরস্কার পেয়েছেন এ ছাড়াও অংশ অংশ গ্রহনকারি প্রত্যেক কে শান্তনা পুরস্কার পেয়েছেন।