ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দূর্ঘটনায় আবদুল জব্বার (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। সে ওই উপজেলার চাদপুর গ্রামের আজমত আলীর ছেলে।
শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান বুধবার সন্ধায় যাত্রীবাহি একটি ইজিবাইক ভাটই বাজার থেকে কাজীপাড়া যাচ্ছিল। পথিমধ্যে উল্টো দিক থেকে আসা আলমসাধুর সাথে কাজীপাড়া বাজার সড়কের ভগবাননগর খালের ব্রিজের পাশে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের ৫ জন যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় গেল রাতে আবদুল জব্বার মারা যান।