রাজবাড়ীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।
আটককৃত মোঃ ইদ্রিস ব্যাপারী (২০)। সে সদর উপজেলাধীন দর্প নারায়ণপুর গ্রামের আলী আকবর ব্যাপারীর পুত্র।
বুধবার বিকেলে সদর উপজেলাধীন দর্প নারায়ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
ফরিদপুর ক্যাম্পের সিনিয়র সহকারি পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৬শত ৩ পিস ইয়াবা এবং মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন ও ০২টি সিমকার্ড জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা এবং অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।