অবৈধ দখলদারদের বহাল রেখেই ডুমুরিয়া উপজেলার ১ নম্বর ধামালিয়া ইউনিয়ন ভূমি অফিস নির্মান করা হচ্ছে। দখলদার উচ্ছেদ না হওয়ায ঠিকাদার ভবনের সীমানা প্রাচীরের কাজ শেষ করতে পারছেন না। যদিও উপজেলা ভূমি অফিস জানিযেছে অবৈধদখলদার তাদের স্থাপনা ভেঙ্গে নিতে নোটিশ দেয়া হয়েছে। অপরদিকে জনৈক দখলদার বিএনপি নেতা তার দখল টিকিয়ে রাখতে বিভিন্ন স্থানে দৌড়ঝাঁপ শুরু করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলা প্রকৌশল অধিদপ্তর ভান্ডারপাড়া ইউনিয়ন ভূমি অফিস ও ধামালিয়া ইউনিয়ন ভূমি অফিস নির্মানের জন্য দরপত্র আহবান করে। এতে অংশ নিয়ে শেখ সওকাত হোসেন ১ কোটি ৩১ লাখ টাকায় কাজটি পান। তিনি চলতি বছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ভূমি অফিস নির্মান কাজ শুরু করেন। বর্তমানে ধামালিয়া ইউনিয়ন ভূমি অফিসের মূলভবনের ৫০ ভাগ সম্পন্ন হয়েছে। সীমানা প্রাচীর তিনদিকে আংশিক শেষ হলেও পিছনের অংশ এবং পূর্বপাশের অংশে বেশ কয়েকজন দখল করে পাকা ভবন নির্মান করায় সীমানা প্রাচীরের কাজ শেষ করতে পারছেন না। দখলদারদের মধ্যে রয়েছেন বিএনপি নেতা মো: জহুরুল হকের তিনতলা ভবন, দেবু রায়ের পাকা ঘর, দুলালের সার কীটনাশকের দোকান, এম এম আবদুল লতিফ, মো: সিদ্দীক বাওয়ালীসহ কয়েকজন।
এ বিষয়ে এম এম আবদুল লতিফ বলেন, আমি সরকারের কাছ থেকে বন্দোবস্তো নিয়ে ঘর করেছি। অন্যান্য দখলদাররা বলেন, বড় দখলদাররা তাদের ঘর ভেঙ্গে নিলে আমরাও ঘর অপসারন করব।
ধামালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রেজোয়ান হোসেন মোল্লা বলেন, বরুনা বাজারটির জমি পেরিফেরিভূক্ত। বাজারে যারাই ঘর নির্মান করেছে সকলেই বেআইনীভাবে ভবন নির্মান করেছেন। কেউই সরকারী নিয়ম মেনে জমি বন্দোবস্তো গ্রহণ করে ভবন নির্মান করেননি। অবৈধ দখলদারদের কারণে ভ’মি অফিস নির্মান বাঁধাগ্রস্ত হচ্ছে। তাই অবৈধ দখলদার দ্রুত উচ্ছেদ করা দরকার।
ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ডা: সঞ্জিব দাশ এ বিষয়ে বলেন, অবৈধদখলদার ভবন অপসারন করে নিতে নোটিশ দেয়া হয়েছে। এ ছাড়া অবৈধ দখলদার উচ্ছেদ করতে জেলা প্রশাসকের বরাবর অনুমোতি চেয়ে চিঠি দেয়া হয়েছে। অনুমোতি পেলেই দখলদারদের উচ্ছেদ করা হবে।
খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন এ বিষয়ে বলেন, ধামালিয়া ইউনিয়ন ভূমি অফিস নির্মানের জন্য জমি হতে অবৈধ দখলদার উচ্ছেদ করে সরকারী সম্পত্ত্বি উদ্ধার করা হবে। তিনি বলেন, দখলদার উচ্ছেদ করার অনুমোতির কোন চিঠি আমার কাছে এখনও পৌছেনি। পেলে কার্যকর ও দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।