খুলনার কয়রা উপজেলায় সর্বত্রই পরিবর্তনের ছোঁয়া লাগার বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস। জনস্বার্থকে প্রাধ্যান্য দিয়ে বর্তমান সরকারের ভাবমুর্তি রক্ষায় উপজেলার প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি, শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি সহ অন্যান্য ক্ষেত্রে পরিবর্তন করার লক্ষে দিন রাত কাজ করে যাচ্ছে তিনি। সৎ ও নিষ্ঠাবান এই কর্মকর্তা গত ১৩ জুলাই কয়রা উপজেলায় যোগদানের পর উপজেলাকে ঢেলে সাজাতে অগ্রাধিকার ভিত্তিতে বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে। সম্প্রতি জাইকার ফান্ড থেকে উপজেলার ৭ টি ইউনিয়নের ইজিবাইক,মোটর সাইকেল ও নছিমন,করিমন চালকেদের মোটরজন আইনে প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহন করেছে। জুম মিটিংএর মাধ্যমে শিক্ষকদের সাথে মত বিনিময় করে শিক্ষার্থীদের কিভাবে সহযোগিতা করা যায় সে ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করার পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করে তাদের সহযোগিতার জন্য সংশ্লিষ্ঠ বিভাগের নিকট প্রেরন করেছে। কয়রার সব চেয়ে আলাচ্য বিষয় উপজেলা নির্বাহী অফিসারে নিজ উদ্যোগে গ্রীন বেল্ট প্রকল্পের মাধ্যমে ৩ লাখ গাছের চারা লাগানোর কর্মসূচি ইতোমধ্যে কয়রা সাধারন মানুষের মন ছুয়েছে। বাল্য বিবাহ রোধে বিশেষ ভুমিকা পালন, নতুন প্রজন্মের সংস্কৃতি চর্চার সুবিধার্থে শিল্পকলা একাডেমী, খেলাধুলার মান উন্নয়নে উপজেলা ক্রীড়া সংস্থাকে ঢেলে সাজানোর চেষ্ঠায় একাধিক বার মিটিং করেছে। কয়রা উপজেলার আদিবাসি মুন্ডা ও মাহাতো পরিবারের সদস্যদের জন্য বিশেষ বরাদ্ধের মাধ্যমে চাল,জেরিকেন সহ ত্রান সামগ্রীর ব্যবস্থা করেছে। কয়রার বানভাসী মানুষের মাঝে জেলে পরিবারের ৯ শ ৩২ মেঃ টন চাল বিতরন করা হয়েছে সুষ্ঠু পরিবেশে। এ ছাড়া ভাঙ্গন কবলিত এলাকার মানুষের খাদ্য সামগ্রীর ব্যবস্থা গ্রহন করার সাথে তাদের পুর্নবাসনের জন্য ঘরের ব্যবস্থা করা যায় কিনা সে ব্যাপারে বিভিন্ন জায়গায় চেষ্ঠা করে যাচ্ছেন তিনি। ইতোমধ্যে তিনি নিজে চেষ্ঠা করে বাঁধ বাধার কাজের জন্য সহযোগিতা হিসাবে বাঁশ ও বস্তার ব্যবস্থা করায় পানি বন্দি এলাকার মানুষ সহ স্থানীয় জনপ্রতিনিধিরা তাকে সাধুবাধ জানিয়েছে। ইউএনও অনিমেষ বিশ্বাস স্বাস্থ্য খাতে পরিবর্তন আনার জন্য কমিউনিটি ক্লিনিক গুলো পরির্দশন করে কি কি পদক্ষেপ গ্রহন করা যায় তার উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রতি বুধবার স্থানীয় জন সাধারনের অংশগ্রহণে গন শুনানী গ্রহন করার ব্যবস্থা গ্রহন করায় সাধারন মানুষ তার সাথে দেখা করে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছে। করোনা কালিন সময় মানুষের সেবা দেওয়াার লক্ষে তিনি ইনোভেশান প্রকল্পের মাধ্যমে অক্সিজেন সিলিন্ডার ব্যাংক গঠন করে কাজ করছে। এতে মানুষ উপকৃত হবে। কয়রার দুর্যোগ প্রবনতা এলাকায় জরুরী ভিত্তিতে পৌছানোর জন্য দুর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ে স্পীর্ড বোর্ডের ব্যবস্থা করার জন্য আবেদন করেছে। অতি তাড়াতড়ি এটি বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান। এ ছাড়া একই মন্ত্রনালয়ের মাধ্যমে কয়রার জন্য বিশেষ প্রকল্প গ্রহন করে রাস্তাঘাট সংস্কারের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়েছে। তাড়তাড়ি এ প্রকল্পের কাজ শুরু করা হবে। সুন্দরবন সংলগ্ন লোকালয়ে শুটকি মাছের ডিপো বন্ধোর জন্য তিনি ব্যবস্থা গ্রহন করেছে। কয়রার সব চেয়ে বড় সমস্যা নদী ভাঙ্গন, পাউবোর বেড়িবাধ রক্ষায় তিনি সংশ্লিষ্ঠ বিভাগের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করে কিভাবে কাজ করা যায় তার জন্য চেষ্ঠা অব্যাহত রেখেছে। কয়রায় শতভাগ বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধি ভাতার কার্যক্রম চলমান রয়েছে। কয়রার সরকারি সকল বিভাগে আগামী ৬ মাসের জন্য কি কি ইনোভেশান নিয়ে আসবে তা জানার জন্য ইতোমধ্যে সকল দপ্তরের প্রধানদের নিকট জানতে চেয়ে চিঠি প্রেরন করেছে। যা কয়রার উন্নয়নে ব্যাপক ভুমিকা পালন করবে। এ প্রসংগে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস বলেন, কয়রাতে যোগদানের পর মানুষের সেবা দেওয়ার জন্য দিন রাত কাজ করে যাচ্ছি। সুন্দরবন বেষ্টিত এ উপজেলাকে সুন্দর রূপে গড়ে তুলতে সকলের সহযোগীতা প্রয়োজন।