পঞ্চগড়ের বোদা সাব রেজিষ্টারের কার্যালয়ে নন রেজিডেন্সিয়াল বাংলাদেশ কমার্শিয়াল ব্যাংক (এনআরবিসি) শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার ফিতা কেটে এর শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা রেজিষ্টার মেহেদী হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী। এ সময় বোদা সাব রেজিষ্টার আ,ন,ম বজলুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোকলেছুর রহমান জিল্লুর, এনআরবিসি ব্যাংক শাখা কর্মকর্তা সুমন সরকার, উপজেলা নকলনবীশ অ্যাসোসিয়েশনের সভাপতি মহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। উল্লেখ, সাব রেজিষ্ট্রি অফিসে জমি রেজিষ্টিকৃত দলিলের সরকারি ফি আদায় সহ অন্যান্য সেবা প্রদানের লক্ষে এ শাখার উদ্বোধন করা হয়েছে বলে ব্যাংক কতৃপক্ষ জানিয়েছেন।