সমিতির সদস্যদের টাকা আত্মসতে করা মামলায় খুলনার পাইকগাছার গোপালপুর শ্রমজীবি সমবায় সমিতির সভাপতিকে বিজ্ঞ আদালত জেলহাজতে পাঠিয়েছে। সমিতির সদস্য আবু তালেবের জমাকৃত ৮২ হাজার টাকা আত্মসাত করলে তিনি পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন।
মামলার বিবরণে জানা যায়, উপজেলার গোপালপুর ২০ জন সদস্য নিয়ে গোপালপুর শ্রমজীবি সমবায় সমিতি গড়ে তোলা হয়। যার রেজিঃ নং- ২০৯/কে। প্রতিষ্ঠার পর থেকে সভাপতি মোঃ আজিজ দফাদার এককভাবে সব কিছু পরিচালনা করে। তিনি অধিক লাভের লোভ দেখিয়ে শেয়ায় ৬০ হাজার, সঞ্চয় বাবদ ২ হাজার টাকা জমা নেয়। দু’বছরে ২০ হাজার টাকা লাভ দেয়ার কথা। মামলার ১নং সাক্ষী আজগর সরদারের কাছ থেকেও ১ লাখ ২ হাজার ৯৭৫ টাকা নিয়েছে বলে মামলার আর্জিতে উল্লেখ করা হয়েছে। প্রায় প্রত্যেক সদস্যদের কাছ থেকে এমনিভাবে টাকা আদায় করে দীর্ঘদিন সভাপতি পলাতক ছিলেন। বিভিন্ন ভাবে যোগাযোগ করে টাকার তাকাদা দিলে নানা তালবাহানা করে আসছিল। টাকা আদায়ে ব্যর্থ হয়ে গত ২৬ আগস্ট আবু তালেব পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করে। আসামী আজিজ দফাদার মঙ্গলবার আদালতে জামিন প্রার্থনা করে। দু’পক্ষের আইনজীবিদের যুক্তিতর্ক শুনানি শেষে বিজ্ঞ বিচারক পলাশ কুমার দালাল আসামীকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন বলে বাদী পক্ষের এ্যাড. রেখা বিশ্বাস জানান।