ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর বাটামতলা নামক স্থানের অদূরে ট্রেনের ধাক্কায় বুলু মিয়া (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। মৃত বুলু মিয়া বলুহর গ্রামের মৃত নোয়মুদ্দিনের ছেলে। কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম জানান, সকালে নিজ বাড়ি থেকে বাই সাইকেল যোগে মাঠে যাচ্ছিলেন বুলু মিয়া। এসময় রেললাইন পার হতে যেয়ে ঢাকা থেকে বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি বুলু মিয়াকে ধাক্কা দেয়। সেখান সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে আনেন। এসময় কর্তব্যরত ডাক্তার আফসানা জান্নাত রোগীর অবস্থা সংকটাপন্ন দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। যশোর যাওয়ার পথেই তার মৃত্যু হয়।