কোভিড-১৯সংকট : স্বাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা ” এ প্রতিপাদ্য নিয়ে গতকাল চন্দনাইশ উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস। দিবসটি উপলক্ষ্যে র্যালি শেষে এক আলোচনা সভা নির্বাহী অফিসার মো: ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে হলরুমে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসান আল মামুন। কামরুল হাসান চৌধুরী সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,জাতীয় প্রাথমিক শিক্ষা ফাইন্ডেশনের সভাপতি মাষ্টার নাজিম উদ্দিন,মাষ্টার হোসেন সোহরওয়াদী ,গোপাল ঘোষ প্রমুখ।