কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পৃথক গ্রামে বজ্রপাতে ৪ জনের মৃত্য হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়,গত সোমবার বিকেল পাঁচ দিকে বজ্রপাত পড়ে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নাটনাপাড়া গ্রামের আবু জেহেলের ছেলে কামাল(২৮) ও এ্কই গ্রামের নুরুর ছেলে মহিবুল(৩২) অপরদিকে উপজেলার চকদৌলতপুর গ্রামের রিয়াজুলের ছেলে নাহারুল(৪৫) ও সেনপাড়া গ্রামের ইরাজুল ইসলাম (৫৫) তারা সবাই ঘটনাস্থলে মৃত্যু হয়। নিহতরা সবাই একই সময়ে মাঠে কৃষি কাজ করার সময়ে বজ্রপাত পড়ে মৃত্যু বরন করেন। এ ব্যাপারে দৌলতপুর থানার ওসি(তদন্ত) নিশিকান্ত সরকার জানান,নিহতরা সবাই মাঠে কৃষি কাজ করার সময় বজ্রপাত পড়ে মৃত্যু হয়েছে।