কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। উত্তর বঙ্গের সাড়া জাগানো সংগঠন ‘চর চ্যারিটি ফর চেইঞ্জ’-এর অর্থায়নে এবং স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আমরা ৯২ (মানবতার সেবায়), স্বজন-নেওয়াশী,সাঞ্জুয়ারভিটা যুব কল্যাণ সংঘ’র মাধ্যমে সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাগেশ্বরী আলীম মাদরাসার সামনে থেকে তৃণমূলের খেটে খাওয়া ৮শ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। বিতরনকালে উপস্থিত ছিলেন সহযোগি সংগঠন "আমরা '৯২ (মানরতার সেবায়)-এর সমন্বয়ক জাহিদুল ইসলাম খাঁন (জাহিদ), স্বজন-নেওয়াশী’র সাধারন সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলাম, সাঞ্জুয়ারভিটা যুব কল্যাণ সংঘ’র আহ্বায়ক মো. মোজাফফর হোসেন প্রমুখ।
এছাড়াও বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন-এর পৌর স্বেচ্ছাসেবক জাহাঙ্গীর মতি, আলহাজ্ব সোহেল রানা, মনিরুজ্জামানসহ কয়েকজন স্বেচ্ছাসেবক সহযোগিতা করেন।