কুষ্টিয়ার দৌলতপুরে মাঠে ঘাস কাটতে গিয়ে নাহারুল ইসলাম (৫২) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ সময় নাহারুলের সাথে থাকা তার স্ত্রী কমলা খাতুন (৪৫) আহত হয়েছেন।
সোমবার (০৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে দৌলতপুর উপজেলার চর দৌলতপুর ইউনিয়নের চক দৌলতপুর এলাকার মাঠে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক নাহারুল ইসলাম ওই এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন দিনমজুর কৃষক।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নিশিকান্ত সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে হালকা বৃষ্টি হওয়ার সময় ঐ কৃষক নাহারুল ইসলাম গবাদীপশুর জন্য ঘাস কাটতে গিয়েছিলো। তার স্ত্রী কমলা খাতুন আকাশে বিজলী চমকাতে দেখে নাহারুল ইসলামকে বাড়ী ফিরে আসার জন্য ডাকতে যান। হঠাৎ বজ্রপাতে স্বামী ও স্ত্রী দুজনই মাটিতে লুটিয়ে পড়ে।
স্থানীয়রা দেখে তাদের দুজনকে দ্রুত উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নাহারুল ইসলামকে মৃত ঘোষনা করেন।
এদিকে নাহারুলের স্ত্রী কমলা খাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে চিকিৎসকরা বলেও জানান ওসি।