কুড়িগ্রামে চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান, কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ এর জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে কুড়িগ্রাম প্রেসক্লাব গণমাধ্যমকর্মী ও স্থানীয় সচেতন মহলের সমন্বয়ে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে টেলিভিশন সাংবাদিক ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত এ আয়োজনে শুভেচ্ছা জানান, বিশিষ্ট সমাজকর্মী উপাধ্যাক্ষ উদয় শঙ্কর চক্রবর্তী, দৈনিক কুড়িগ্রাম খবর সম্পাদক এসএম ছানালাল বকসী, সাংবাদিক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাংস্কৃতিক সংগঠক দুলাল বোস, চ্যানেল আই প্রতিনিধি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, সাংবাদিক ওয়াহেদুজ্জামান তুহিন, আরিফুল ইসলাম রিগান, জাহিদুল ইসলাম, ইমতে আহসান শিলু প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকতার পথিকৃত শাইখ সিরাজ দেশে সাংবাদিকতার মাধ্যমে কৃষির উন্নয়নে অসাধারণ অবদান রাখার কথা উল্লেখ করে তার দীর্ঘায়ু কামনা করেন। বক্তারা তার দীর্ঘায়ু কামনা করেন। আলোচনা সভা শেষে অতিথিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কেক কাটা হয়।