করোনা ভাইরাসে আক্রান্ত খুলনা-৬ ( পাইকগাছা-কয়রা)সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবুকে ঢাকা বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে সোমবার সকাল ৮ টার দিকে খুলনা থেকে এ্যায়ার এ্যাম্বুলেন্স যোগে ঢাকায় বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে ২১১ নং কেবিনে ভর্তি করা হয়েছে বলে এমপির ব্যক্তিগত পিএস তছলিম হোসাইন তাজ নিশ্চিত করেছেন। করোনা সংকটকালে এমপি বাবু জীবনের ঝুঁকি নিয়ে ও ঘূর্ণিঝড় আম্ফান পরবর্তী ক্ষয়-ক্ষতি পরিস্থিতি মোকাবেলা ও সর্বশেষ গত অমাবর্স্যার প্রবল জোয়ারে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে পাউবোর বেড়িবাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত হয়ে ক্ষয়-ক্ষতি হলে তিনি এলাকার মানুষের পাশে এসে দাঁড়ান। ক'দিন পূর্বে তার শরীরে করোনা ভাইরাস উপসর্গ দেখা দিলে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। সূত্র জানায় ৬ সেপ্টেবর রাতে রিপোটে পজিটিভ ধরা পড়লে তিনি খুলনা বাসায় হোমকোরেন্টাইনে ছিলেন। এমপি বাবু'র সুস্থতা কামনা করে তার পরিবারের সদস্যরা নির্বাচনী এলাকার মানুষের কাছে দোয়া-আর্শীবাদ চেয়েছেন।