ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৮নং রাঙ্গামাটি ইউনিয়নের বিষ্ণুরামপুর গ্রামের মৃত মীর্জা মফিজ উদ্দিনের ২য় পুত্র মীর্জা মোঃ কামরুজ্জামান দুলাল। তিনি ফুলবাড়ীয়া উপজেলার দলিল লেখক সমিতির সভাপতি, ৮নং রাঙ্গামাটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বাবুগঞ্জ দ্বিমুখী দাখিল মাদ্রেসার সভাপতির দায়িত্ব পালন করছেন। মানবিক গুণাবলিই তার সবচেয়ে বড় শক্তি। আর্ত-মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিয়ে খুঁজে নিয়েছেন জীবনের স্বার্থকতা। জীবনের উদেশ্যে শুধু নিজেকে সুখী করা নয় বরং অন্যকে সুখী করার লক্ষ তার হৃদয়ে বাজে কানপুড়ার সুরের মতো। পরোপকারী কিংবা মানবসেবা করে কেউ কখনো গরীব হয়েছে সেই উপমা সমাজে খুব একটা দেখা যায় না ,বরং গরীব মানসিকতার মানুষরাই এ সমাজ থেকে বিদায় নিয়েছে আক্ষেপ করে, যারা কখনো কারো জন্য কিছু করতে পারেনি তেমন মানুষগুলোর। পৃথিবীতে সেই মানুষগুলোই সবচেয়ে সুখের কাছাকাছি যেতে পেরেছে, যারা নিজেদেরকে আর্তমানবতার সেবায় বিলিয়ে দিতে সক্ষম হয়েছে। নিজের জন্য নয় সমাজ ও মানুষের সেবা করার মাঝেই সবচেয়ে বড় আনন্দ যে তার। মানুষের দুঃখের দিনে তার পাশে থাকার নামই মানবতা। বলছিলাম এমনই একজন মানবিক ও আলোকিত মানুষের কথা, কিশোর বয়স থেকেই যিনি মানবতা নামক ঝুলিটি কাঁদে তুলে নিয়ে ছুটে চলেছেন ভাগ্যবঞ্চিত অসহায় মানুষের দ্বারগোড়ায়। আর মানবিকতার সেই শক্তির জোরে তিনি আজ নিজেকে যোগ্য করে গড়ে তুলেছেন সমাজে। নিজের অবস্থান শক্ত করে হয়ে উঠেছেন একজন পরম সেবক এবং আলোকিত মানুষ। তিনি আর কেউ নন, কিশোর কাল থেকেই মানুষের কল্যাণে নিবেদিত একপ্রাণ ও মানবতার নাম, সমাজ সেবক, শিক্ষনুরাগী ও মানুষের ভালোবসার একজন আর্দশিক ,ফুলবাড়িয়া উপজেলার দলিল লেখক সমিতির নির্বাচিত সভাপতি মীর্জা মোঃ কামরুজ্জামান (দুলাল সরকার )।