শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের লক্ষীকুড়ায় নিজ ভাই কর্তৃক জোড় পূর্বক সম্পত্তি দখল ও জীবন নাশের হুমকির দিয়েছে বলে অভিযোগ করেছে মধুটিলা ইকোপার্কের টাওয়ার দুরবীন চালক মোঃ তাহের আলী।
এঘটনায় নিরাপত্তাহীনতার কারণে তাহের আলী তার (অনার্স ফাইনাল ইয়ার) পড়-য়া ছেলে ও অনার্স পড়ুয়া মেয়ে কে নিজ বাড়ীতে রাখতে না পেরে তাদের কে অন্যত্র পাঠিয়ে দিয়েছে। তাদের অত্যাচারে নিজ বাড়ীতে থাকাই দায় হয়ে পড়েছে, অসহনীয় জীবন যাপন করছেন বলে জানান তাহের আলী।
অভিযোগপত্র ও এলাকাবাসীর সূত্রে জনা গেছে, তাহের আলী ও তার ভাই তজমল দুই জনের একসাথে ক্রয়কৃত বাড়ীর সাথেই পূর্বপাশে জমি ৫০ শতাংশ জমি ও তাহের আলীর বাড়ী ভিটার আড়াই শতাংশ জমিতে দলেবলে ভারী হয়ে প্রবেশ করে জোড় পূর্বকভাবে দখল করে রেখেছে এবং এসব বিষযে প্রতিবাদ করলে তাদের ভাই আঃ রহমান ((৬০), তৈয়ব আলী (৪২), আব্বাছ আলী (৫৮) ও ভাতিজা বাহাদুর আলী (৩৪), সাইদ মিয়া (৩০), রবিউল (২৩) গংসহ তারা গত ১৬ এপ্রিল বেআইনি ভাবে বাড়ীতে প্রবেশ করে হামলা করে। পরে আবার ৩০ এপ্রিল দলেবলে সংগঠিত হয়ে অস্রসহ আবার বাড়ীতে ঢুকে হামলায় চালায়। এ সময় আবু তাহের ও তার অনার্স পড়-য়া ছেলে গনমাধ্যম কর্মী মনিরুজ্জামান (মামুন) কে মাথায়, হাতে লাঠিশোটা ও অস্র দিয়ে মারাত্বকভাবে আঘাত করে। এ সময় সাথে থাকা এন্ড্ররয়েড একটি মোবাইল সেট, তানিয়ার গলায় থাকা ১টি স্বর্নের চেইন, ঘরে বিছানার নিচে থাকা ১২ হাজার টাকা ও বাড়ীর বাশেঁর ঝাড় থেকে ১৫/২০টি বাঁশ কেটে নিয়ে যায়। পরে এলাকাবাসী চিকিৎসার জন্য জরুরীভাবে প্রথমে তাদের নালিতাবাড়ী হাসপাতালে ও পরে তাদের শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।
এদিকে থানায় একটি অভিযোগ দায়ের করলে পরবর্তীতে মামলাটির অগ্রসরতা মিলেনি এবং একই সাথে আসামি পক্ষ তাদের জীবন নাশের নানা হুমকি দিয়েই যাচ্ছে এবং যে কোন সময় ঘটনা ঘটাবে বলে জানান তাহের আলী।
এলাকাবাসী বীরমুক্তিযোদ্ধা ছামেদ আলী, আঃ জুব্বার, ভাই তজমল আলী ও কফিল উদ্দিন বলেন, এই জমি আপন ভাই আব্বাসসহ গংরা জোড় পূর্বক গায়ের জোড়ে দখল করে আছে দীর্ঘ দিন ধরে। কথা বললেই তারা বাড়ীতে ঢুকে মারতে আসে এবং দুবার মেরেছে। তারা কারও কথা শোনে না উশৃংখল, উগ্র। জমিটি তাহের আলীর এরপরও দখল ছাড়ছে না। উল্টো তাহের আলীর পরিবারকে জীবনে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে।
এব্যাপারে অভিযোগের দায়িত্বে থাকা নালিতাাবাড়ী থানার এসআই মোঃ ওয়াহেদ আলী বলেন, আমি অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করছি। দু চার দিনের মধ্যেই সেখানে আবার গিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।