শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী কাটাবাড়ী এলাকার গহীন অরন্যের জঙ্গলে রোববার রাতে বয়স্ক একটি বন্য হাতির মৃত্যু হয়েছে।
নয়াবিল ইউপি পরিষদ চেয়রম্যান মোঃ ইউনুছ আলী দেওয়ান বলেন, কাটাবাড়ী এলাকার গহীন অরন্যের জঙ্গলে রোববার রাতে বৃষ্টি মধ্যেই বয়স্ক একটি বন্য হাতি চলাচলের সময় অসুস্থতা জনিত কারণে মৃত্যু হয়েছে। এদিকে বিজিবি সদস্যগন ও ইউপি চেয়ারম্যান ঘটনা স্থল পরিদর্শন করেছেন। এদিকে রাত থেকে সোমবার পর্যন্ত ভারি ও হালকা বৃষ্টিপাত হচ্ছে।