কমিউনিটি চক্ষু হাসপাতালের উদ্যোগে রোববার দুপুরে ইউকেএইড এর অর্থায়নে সাইটসেভার্স এর রাইট টু হেলথ প্রকল্পের আয়োজনে রংপুরে কর্মরত এনজিও প্রতিনিধিদের অংশগ্রহণে রংপুর এনজিও ফোরাম অফিসে কর্মশালা কোঅর্ডিনেশন মিটিং অনুষ্ঠিত হয়। ওই কর্মশালায় সভাপতিত্ব করেন রংপুর প্রতিবন্ধী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা আকবর আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিউনিটি চক্ষু হাসপাতালের ডেপুটি সহকারী নির্বাহী পরিচালক আবু নাসের ফয়জুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাইটসেভার্স রংপুরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদ রানা। ইনক্লুশন ক্যাম্পের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন সিডিডির সমন্বয়কারী এম কুদ্দুস জাহিদ। টার্গেটেড ক্যাম্প নিয়ে বক্তব্য রাখেন ইনক্লুশন কর্মকর্তা শেখ আবদুল করিম। কর্মশালার উদ্দেশ্য হচ্ছে চক্ষু সেবা সবার দোর গোরায় বিশেষ করে প্রতিবন্ধী, আদিবাসী,দলিত, হরিজন নারী এবং বৃদ্ধ সংগঠনের মানুষের মাঝে পেীঁছে দেওয়া। চক্ষু সেবার মান উন্নত করে সেবা প্রদান করা। কর্মশালায় ২০২০-২০২১ সালের টার্গেটেড ক্যাম্প এর পরিকল্পনা গ্রহণ করা হয়।এতে উপস্থিত ছিলেন সুইড বাংলাদেশ এর সচিব সুশান্ত ভেীমিক, আদিবাসী উন্নয়ন সংস্থার প্রতিনিধি পুতুল কুজু, এনসিডিডব্লিউ এর প্রতিনিধি হাসানুজ্জামান, ব্র্যাকের প্রতিনিধি আশরাফুল, রংধনু প্রতিবন্ধী সংস্থার প্রতিনিধি হেলাল, ওবাট এর প্রতিনিধি শাহিনুর রহমান, অর্নিবানের প্রতিবন্ধী সংস্থার সভাপতি খাদিজা,শেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোফাক্কারুল ইসলাম, দৃষ্টি সংস্থার নির্বাহী পরিচালক আশিক ইকবাল, রাজেন্দ্রপর সমাজ কল্যাণ পরিষদের পরিচালক ফেরদৌসি বেগম, নিগ্লোরীর পরিচালক মারুফ কেইনসহ মোট ৩৮ জন বিভিন্ন সংস্থার প্রতিনিধি অংশগ্রহণ করেন।