রংপুর মহানগরীর ১৪, ২৬ ও ২৭নং ওয়ার্ডে বিভিন্ন রাস্তা পাকাকরণ, আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ শুরু করেছেন রংপুর সিটি কর্পোরেশনে।
বর্তমান সরকার উন্নয়ন সহায়ত তহবিলের অর্থায়নে, রংপুর সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় নগরীর ২৭নং ওয়ার্ডের স্টেশন রোডস্থ শহীদ ডাঃ গোলাম মোর্ত্তজা স্মরণী থেকে আলমনগর পর্যন্ত প্রায় ২৩ লাখ টাকা ব্যয়ে ৪শ’ মিটার রাস্তা, ২৬নং ওয়ার্ডের নুরপুর নোহারীর বাড়ী থেকে মিলনের বাড়ী পর্যন্ত, ঠিকাদার পাড়া জামে মসজিদ থেকে ঠিকাদার পাড়া পর্যন্ত, স্টেশন রোড সমু হাজীর বাড়ী থেকে জ্ঞানগৃহ স্কুল পর্যন্ত লিংক রফিকের বাড়ী থেকে পুরাতন বিআরটিসি ডিপো পর্যন্ত এবং ১৪ নং ওয়ার্ডের দেওডোবায় রাস্তাসহ প্রায় ৭শ’ মিটার আরসিসি রাস্তা পাকাকরণ ও ড্রেন নির্মাণ কাজে ব্যয়ে ধরা হয়েছে ৪৪লাখ টাকা। সর্বমোট ১১শ’ মিটার রাস্তা নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ৬৩ লাখ টাকা।
রোববার সকালে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা ফিতা কেটে ওই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ এমদাদ হোসেন, নির্বাহী প্রকৌশলী মোঃ আজম আলী, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম ফুলু, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হারুন অর রশিদ হারুন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম মিঠু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা সুলতানা মলি, সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের ঠিকাদার আরিফুজ্জামান, বাবুসহ স্থানীয় অন্যান্য ব্যক্তিবর্গ।