মোল্লাহাটে ২০২০-২১ অর্থ বছরে জলমহল, প্লাবনভুমি, বর্ষা প্লাবিত ধানক্ষেত এবং প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত কার্যক্রমের আওতায় রোববার দুপুরে উপজেলা পরিষদের দীঘিতে আনুষ্ঠানিকভাবে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ওই পোনা মাছ অবমুক্ত করন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি কালীপদ বিশ্বাস, উপজেলা ভাইস চেয়াম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ ম-ল, উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কপিল বিশ্বাস, উপজেলা ইনস্ট্রাক্টর রিপন বালা ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাসসহ মৎস্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রমূখ।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন-মোল্লাহাট উপজেলার ১ টি বিল ও ১৯টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৪০০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।