মোল্লাহাট উপজেলার গিরিশনগর গ্রামের মুক্তিযোদ্ধা এ হাছিব ফকির আর নাই, ইন্নালিল্লাহি অ-ইন্না ইলাহী রাজীউন। ব্রেইন ষ্ট্রোক জনিত সমাস্যায় প্রায় মাসাধিক কাল ভুগে রোববার সকাল ৮টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর।
এদিন বিকাল ৩ টায় এ হাছিব ফকিরকে তার নিজ বাড়িতে রাষ্ট্রীয় মার্যাদা প্রদান করা হয়। রাস্ট্রীয় মর্যাদা প্রদানকালে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, উপ-পুলিশ পরিদর্শক মামুন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) মোস্তাফিজুর রহমানবিশ্বাস প্রমূখ। পরে আসর নামাজ অন্তে স্থানীয় ঈদগাহ ময়দানে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এরপর একই এলাকার সামাজিক কবরস্থানে তাকে দাফন / সমাহিত করা হয়।
মুক্তিযোদ্ধা এ হাছিব ফকিরের দুই পুত্র সন্তান ও নাতি-নাতনীসহ অসংখ্য আতিœয় ও গুনগ্রাহী রয়েছে।