পঞ্চগড়ের বোদায় পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠিত হয়েছ। রোববার উপজেলা পরিষদ চত্বরে পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ সোলোমান আলী। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোখলেছুর রহমান জিল্লুর, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রানী বর্মন ও উপজেলার মৎস্য কর্মকর্তা মাহমুদা বেগম উপস্থিত ছিলেন। মৎস্য অধিদপ্তরাধীন ২০২০/২০২১ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় প্রাতিষ্ঠানিক জলাশয় পোনামাছ অবমুক্তকরণ করা হয়।