কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদুৎস্পৃষ্টে আবদুল জব্বার (৬৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি নাগেশ্বরী পৌরসভার ষোলোরখামার এলাকার মৃত ছাফর আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়রা জানায়, আবদুর জব্বার রাজমিস্ত্রির কাজ করেন। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের সাপখাওয়া বাজারে বিল্ডিং এর কাজ করছিলেন তিনি। এ সময় রডের কাজ করতে গেলে ভুলবশত ওই রড উপরে বিদ্যুতের তারে লেগে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
নাগেশ্বরী থানার কর্মকর্তা ইনচার্জ রওশন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।