সুন্দরবন খুলনা রেঞ্জের অভ্যয়ারন্যে এলাকায় টহল কার্যক্রম জোরদার করেছে বন বিভাগ। এজন্য জেলে বাওয়ালীদের প্রবেশ ঠেকাতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তার বলয়। বিভিন্ন টিম গঠনের মধ্যে দিয়ে পরিচালনা করা হচ্ছে টহল কার্যক্রম। ইতোমধ্যে বন বিভাগ অভিযান চালিয়ে এ সকল প্রবেশ নিষিদ্ধ এলাকা থেকে জাল,নৌকা,ইঞ্জিন চালিত ট্রলার সহ জেলে বাওয়ালীদেরকে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহন করেছে। বন বিভাগ সুত্রে জানা গেছে,এক ধরনের অসাধু জেলে-বাওয়ালী সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে মাছ শিকার করে থাকে। অতি গোপনে বন বিভাগের লোকদেরকে না জানিয়ে এ সকল জেলে-বাওয়ালী অধিক লাভবানের জন্য মাছ ও কাঁকড়া সহ অন্যন্য কাজের জন্য লুকিয়ে অভ্যয়রন্যে এলাকায় প্রবেশ করে। এটি নির্মুল করতে বন বিভাগের পক্ষ থেকে অভিযান জোরদার করার পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়েছে। নীলকোমল বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম বলেন,তার অধিনস্থ এলাকায় যাতে করে কোন জেলে সহ অন্যান্য লোকজন প্রবেশ করতে না পারে সে জন্য তিনি সহ তার স্টাফগন দিনরাত টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। ইতোমধ্যে অভ্যয়রন্যে এলাকায় মাছ ধরার অপরাধে জেলেদেরকে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে তিনি জানান। বিশাল এলাকা হওয়ার সুবাধে এবং অসংখ্য খাল থাকায় অতি গোপনে এক শ্রেনীর অসাধু জেলেরা এ সুযোগ কাাজে লাগিয়ে মাছ শিকার করে থাকে। এটি যাতে করতে না পারে তার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহনের মাধ্যমে টহল কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। শুধু নীলকোমল এলাকায় নয়,পাটকোষ্টা ও কাগা দোবেটি টহল ফাঁড়ির অধিনস্থ প্রবেশ নিষিদ্ধ এলাকায় জেলেদেরকে প্রবেশ ঠেকাতে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সুন্দরবনের স্মার্ট প্রেটলিং টিম ব্যাপকভাবে টহল কার্যক্রেেমর মধ্যে দিয়ে অপরাধ প্রবনতা দমনে নিরোলোশভাবে কাজ করে চলেছে। সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসএিফ) মোঃ আবু সালেহ বলেন,সুন্দরবনে অভ্যয়ারন্যে এলাকায় জেলে বাওয়লীদের প্রবেশ একদম নিষেধ করা হয়েছে। তিনি নিজেই এ সকল এলাকায় টহল কার্যক্রম অব্যাহত রেখেছে বলে জানিয়েছে।